Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন একই সঙ্গে হবে : রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বেগম জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন একই সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এবার জনগণের ভোটাধিকার মানুষ প্রয়োগ করবেই। নির্বাচনের আর বেশি সময় নেই। এই মুহুর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। নিরোপেক্ষ নির্বাচন দিতে হবে। তা না হলে জনগণ আর অপেক্ষা করবেনা। নইলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন একই সঙ্গে হবে।
রুহুল কবির রিজভী বলেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রদের আন্দোলন অন্যখাতে প্রবাহিত করার যে ভয়ঙ্কর নীল নকশা করেছিল সেটা জেনে যাওয়ায় একজন ছাত্রীর রগ কেটে দিয়েছে ছাত্রলীগের এক নেত্রী। এটা বিরল ঘটনা। ছাত্রলীগকে এমন হিংস্রভাবে গড়ে তোলা হয়েছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু হলেই তারা অস্ত্র শস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর যা হয়েছে তা সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে। সাধারণ ছাত্রীর রগ কেটে দেয়া নেত্রীকে বহিষ্কার করার পর আবার তা প্রত্যাহার করার মধ্য দিয়েই তা ¯পষ্ট হয়ে গেছে। রগ কাটার পুরস্কার হিসেবে ওই নেত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। এসময় তিনি বলেন, ছাত্রদের তীব্র আন্দোলনের মধ্যে আর কিছু করতে না পেরে আন্দোলন থামানোর জন্য কোটা বাতিল করা হয়েছে। এরপরে কি চাল চালা হবে সেটাই এখন দেখার বিষয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সানাউল্লাহ মিয়া, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমূখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ