Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি আলী আজম মুকুলের রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া অব্যাহত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভোলা-২ (বোরহানউদ্দিন -দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের রোগমুক্তি কামনা করে কোরআন খতম দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে তার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রায় সকল মসজিদ, মাদরাসা, অনেকে নিজস্ব উদ্যোগে তার সুস্থতার জন্য এসব আয়োজন করছে বলে জানান তার এলাকার জনগন। তার অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষনিক বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, ভোলা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন সিঙ্গাপুরে গিয়ে তার খোজ খবর নিয়ে মহান আল্লাহর নিকট আলী আজম মকুল এমপির সুস্থতা কামনা করেন বলে জানিয়েছেন বোরহানউদ্দিন মহিলা কলেজের শিক্ষক ও আ›লীগের নির্বাহী সদস্য এহসানুল হক কিশোর। এলাকার বিভিন্ন মাধ্যমে জানা যায় তার অস্স্থতার খবর পেয়ে এলাকান মানুষের দোয়া মোনাজাত অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গতকাল বোরহানউদ্দিন উপজেলার তার নিজস্ব বাস ভবনে দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল অনুস্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস,উপজেলা আ›লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার,পৌর মেয়র রফিকুল ইসলাম, হাজীপুর ইউপি চেয়াম্যান হামিদুর রহমান টিপু সহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, আ›লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোধ্বাগন, আলেম ওলামারাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ মিজানুর রহমান।
উল্লেখ সংসদসদস্য আলী আজম মুকুল সিঙ্গাপুরে ব্যক্তিগত সফলকালে গত রোববার হঠাৎ গুরুত্ব অসুস্থ হয়ে পরলে তাৎক্ষনিক তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা করা হচ্ছে। তার আত্মীয় স্বজন ও নেতা কর্মীদের কাছে জানা যায় তিনি শংকামুক্ত। তিনি এখনও সিঙ্গাপুরে অবস্থান করছেন তারা সকলের নিকট তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ