বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এক বিবৃতিতে বলেন, মঙ্গল শোভাযাত্রার সাথে ইসলামী সভ্যতা-সংস্কৃতির বিন্দুমাত্র সমপর্ক নেই। এটা পুরোপুরি একটি হিন্দুয়ানী সংস্কৃতি। মূলত দেব-দেবীকে উদ্দেশ্য করে এসব আচায়-অনুষ্ঠানের মাধ্যমে দেশের সংখ্যালঘু হিন্দু স¤প্রদায় কল্যাণ কামনা করে থাকে। তারা তাদের বিশ্বাস অনুযায়ী মঙ্গলের প্রতীক হিসাবে পেঁচা, রামের বাহন হিসাবে হনুমান, দুর্গার বাহন হিসাবে সিংহ, দেবতার প্রতীক হিসাবে সূর্য ইত্যাদি নিয়ে শরীরে দেব-দেবী ও জন্তু-জানোয়ারের প্রতিকৃতি এবং কালির লোহিত বরণ জিহ্বা, গণেশের মস্তক ও মনসার উল্কি ইত্যাদি এঁকে এদিন শোভাযাত্রা করে এবং এর মাধ্যমে তারা পূজা-প্রার্থনা করে। এসব কর্মকান্ড হিন্দু সমপ্রদায়ের জন্য পালনীয় হ’তে পারে, কিন্তু এই সা¤প্রদায়িক সংস্কৃতিকে সার্বজনীন বাংলাদেশী সংস্কৃতি নাম দিয়ে তা দেশের ৯০ শতাংশ মুসলিমের উপর চাপিয়ে দেওয়া চরম অন্যায়। কেননা কোন মুসলমানের পক্ষে আলাহ ব্যতীত অন্য কারো নিকট মঙ্গল করা সিদ্ধ নয়। এটি স্পষ্ট শিরক। এমনকি দেশের সংবিধানেরও পরিপন্থী।তিনি অবিলম্বে এই অপসংস্কৃতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।