প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৬ সালের ২ এপ্রিল গঠিত হয়েছিল টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক কমিটির মেয়াদ ২ বছর। নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজঅনুষ্ঠিত হবে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সম্মেলন। দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নাট্যকার বৃন্দাবন দাস। তিনি বলেন, ‘সম্মেলনের সকল নাট্যকারদের অংশগ্রহণ এবং আন্তরিক মতামতের ভিত্তিতেই নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যা আগামী দিনে টেলিভিশন নাট্যকার সংঘের কার্যক্রমকে আরো গতিশীল ও প্রাণবন্ত করবে বলে আমাদের বিশ্বাস।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ সম্মেলনে টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যরা ছাড়াও আরো উপস্থিত থাকবেন টেলিভিশন নাট্যকার সংঘের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রথম এবং ২০০১ সালে দ্বিতীয়বারের মত সম্মেলনের মাধ্যমে নাট্যকাররা একত্রিত হয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবশেষে ২০১৬ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত সম্মেলনে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের মধ্য দিয়ে নব উদ্যমে পথচলা শুরু করে টেলিভিশন নাট্যকার সংঘ। এই কমিটি গত দুই বছরে নাটক রচনাশৈলী কোর্স, মগবাজারে সংগঠনের কার্যালয় ভাড়া নেয়া, সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন, টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যদের মধ্যে ডিজিটাল আইডি কার্ড বিতরণসহ বেশ কিছু সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।