Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে একই নাট্যকার ও পরিচালকের তিন নাটকে জুটি হয়েছেন অপূর্ব ও মম

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে একই নাট্যকার ও পরিচালকের তিন নাটকে জুটি হয়ে অভিনয় করছেন অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী জাকিয়া বারী মম। নাটকটি তিনটি হচ্ছে নীল দুপুর, আবর্ত এবং হলুদ বসন্ত। তিনটি নাটকই রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করছেন সৈয়দ শাকিল। মম বলেন, তিনটি নাটকের গল্প একেবারেই ভিন্ন। এখানে প্রেম, ঘৃণা, সম্পকের্র টানাপড়েন ও সমসাময়িক কিছু বিষয় তুলে ধরা হয়েছে। তাছাড়া অপূর্বের সঙ্গে আমার অভিনয় দর্শকের কাছে আলাদা ভালোলাগার জন্ম দেবে বলে মনে করি। এরইমধ্যে কক্সবাজারে সমুদ্র সৈকতসহ ঢাকার কয়েকটি লোকেশনে তিনটি নাটকের শুটিং শেষ হয়েছে। তিনি বলেন, আগামী ঈদে আমার অনেকগুলো নাটক প্রচার হবে। এরমধ্যে অপূর্বর বিপরীতে এই তিনটি নাটক নিয়ে অনেক বেশি আশাবাদী। আশা করি ঈদে নাটকগুলো দর্শক উপভোগ করবেন। এদিকে নির্মাতা সূত্র জানায়, বর্তমানে নাটক তিনটি সম্পাদনার টেবিলে আছে। আগামী ঈদে নাটকগুলো তিনটি আলাদা বেসরকারি চ্যানেলে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে একই নাট্যকার ও পরিচালকের তিন নাটকে জুটি হয়েছেন অপূর্ব ও মম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ