Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখী মেলায় জুয়া ও উচ্ছৃঙ্খলতা রোধে মঠবাড়িয়ায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। চৈত্রসংক্রান্তি পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মঠবাড়িয়া থানার অফিসার-ইন-চার্জ গোলাম ছরোয়ার, ইউপি চেয়ারম্যান আবদুস ছোবাহান শরীফ, শাহজাহান হাওলাদার, ফজলুল হক খান রাহাত, এ বি এম ফারুক হাসান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, হারুন অর রশীদ তালুকদার, মিরাজ মিয়া ও নাছির উদ্দিন হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। সভায় বক্তারা বর্ষ বরণের সকল অনুষ্ঠানে পুলিশের নজরদারির জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ