Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদগঞ্জে দুর্ধষ ডাকাতি

চাঁদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী গ্রামের গাজী বাড়িতে প্রবাসীর বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। বুধবার গভীররাতে ডাকাত দল গেটের তালা ভেঙ্গে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে প্রায় ১৮ ভরি স্বর্ণাংলঙ্কার ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, ৯নং গোবিন্দপুর ইউনিয়নের গাজী বাড়ি প্রবাসী হারুন গাজীর বসতঘরে রাত ১.৩০ মিনিটের সময় কেচিগেটের তালা ভেঙ্গে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এসময় হারুন গাজীর স্ত্রী সুফিয়া বেগমের (৫৫)গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্টিল ও কাঠের দুটি আলমারির তালা ভেঙ্গে ৩ ভরি ওজনের একটি সোনার হার, ৭ জোড়া কানের দুল (আনুমানিক ৫ ভরি), দুটি আংটি(২ভরি), ৫টি নাকের ফুল ও ১টি মাথার টিকলী নিয়ে যায়।
সুফিয়া বেগম জানান, ডাকাতরা আমার গলায় বটি দা ও চুরি ঠেকিয়ে ১৮ ভরি স্বর্ণাংলঙ্কার ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতরা গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমেই বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেয়। চিৎকার করতে চাইলে আমাকে মারধর করে। একই বাড়ির আবু তাহের বলেন, ডাকাতরা আমাদের বাড়ির তিনটি ঘরের দরজায় খিল লাগিয়ে রাখে। ডাকাতরা সুফিয়া বেগমের কক্ষ থেকে বের হয়ে গেলে ডাক-চিৎকারে বাড়ির মানুষ আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ