Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে মাদ্রাসায় দুর্ধষ চুরি, লেপটপ ও নগদ টাকা লুট

মীরসরাই(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৩:৫৭ পিএম

মীরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। মাদরাসার লেপটপ, নগদ টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় চোর দল। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মীরসরাই থানা পুলিশ ।
মাদ্রসার সুপার মাওলানা আলা উদ্দিন জানান, রবিবার রাতে দাখিল মাদরাসা ও নূরানী বিভাগের অফিসের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। এরপর আলমিরা ও ড্রয়ারের ভেঙ্গে সরকার দেয়া একটি লেপটপ ও প্রায় ৮০ হাজার নগদ টাকা নিয়ে যায়।
মীরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নুর মোহাম্মদ বলেন, সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি লেপটপ ও নগদ টাকা চুরি হয়েছে। এই বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ধষ চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ