নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আইপিএলের বৃষ্টিবিঘিœত ম্যাচে গতকাল দিল্লি ডেয়ার ডেভিলসকে ১০ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। বৃষ্টি আইনে দিল্লির সামনে লক্ষ্য দড়ায় ৬ ওভারে ৭১ রান। কিন্তু রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা করতে পারে ৪ উইকেটে ৬০ রান।
এর আগে প্রথমে ব্যাট করা রাজস্থানের ইনিংসের ১৭.৫তম ওভারে আসে বৃষ্টির হানা। আজিঙ্কে রাহানের দলের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৫৩ রান। সর্বোচ্চ ৪৫ রান (৪০ বলে) করেন রাহানে। এছাড়া স্যামসন (২২ বলে ৩৯), জস বাটলারের (১৮ বলে ২৯) ছোট কিন্তু কার্যকরী অবদানে লড়াইয়ের পুুঁজি পায় রাজস্থান।
এদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে চেন্নাই সুপার কিংসের সকল ম্যাচ পুনেতে অনুষ্ঠিত হবে বলে বøাবের পক্ষ থেকে জানানো হয়েছে। পরশু ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে স্থানীয়দের রোশানলে পড়ে চেন্নাই। উল্লেখ্য, চেন্নাইয়ে বর্তমানে প্রচন্ড পানির আভার দেখা দিয়েছে। এমতাবন্থায় সেখানে আইপিএলের ম্যাচ আয়োজন করা বিলাসিতা বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে আইপিএলে দুই বাংলাদেশি প্রতিনিধি সাকিব ও মুস্তাফিজ আজ হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।