Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা রুটে চাঁদা দাবীর অভিযোগ তুলে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ১৫টি রুটে দুুপর ১২টা থেকে আকষ্মিকভাবেই বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ। সৃষ্ট সমস্যার সমাধান না হলে বৃহস্পতিবার থেকে দুরপাল্লার সব রুটের বাসও বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন বাস মালিক গ্রুপ। অন্যদিকে সাতলার স্থানীয় সূত্র জানিয়েছে, সড়কে সংস্কার কাজ চলাচল অবস্থায় বাস চলাচল করতে বাঁধা দেওয়ায় চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ তুলেছে বাস মালিক সমিতি। আকষ্মিক বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন জেলার বিভিন্নস্থানের বাসযাত্রীরা। যাত্রীদের বিকল্প পদ্ধতিতে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত অর্থ ব্যয় করে দুর্ভোগ নিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে।
জেলা বাস মালিক গ্রুপ ও মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন জানান, বরিশাল-সাতলা রুটের বাস থেকে বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছিল ক্ষমতাসীন দলের উজিরপুরের কতিপয় নেতা। চাঁদা না দেওয়ায় তারা বুধবার সকালে বরিশাল-সাতলা রুটে বাস চলাচলে বাঁধা দেয়। এর প্রতিকার চেয়ে স্থানীয় থানা পুলিশের সহযোগিতা চাওয়া হলেও তাদের কাছ থেকে কোন প্রতিকার না পাওয়ায় বেলা ১১টা থেকে অভ্যন্তরীন সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করা হয়। দ্রুত সময়ের মধ্যে সাতলা রুটে বাস চলাচলের প্রতিবন্ধকতা দূর না হলে বৃহস্পতিবার থেকে দুরপাল্লা রুটের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভ্যন্তরীণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ