সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
মোরগ
নাদুস নুদুস চেহারা তার
তেল জমেছে গায়।
যখন তখন ঘুরে বেড়ায়
তাকায় না ডান বায়।
খুব ভোরে তার চিৎকারে
ভাঙে সবার ঘুম।
শরীর দোলয়ে হাঁটে সে
করে দাম দুম।
সাথের সাথী রেখে সে
যায় যে যেথা সেথা,
সাপ ধরে ব্যাঙ ধরে
মানে না কারো কথা।
দুপুর বেলা চিৎকারে
কানে লাগে তালা।
এটা ফেলে ওটা ফেলে
করে ভীষণ জ্বালা।
একদিন তারে দেখতে পেয়ে
ধরলো শিয়াল টুঁটি।
ধারালো দাঁতে ছিঁড়ে কেটে
করলো কুটি কুটি।
বোকা মোরগ তেলের জ্বালায়
হারায় নিজের প্রাণ
বেশি দেমাক করছিল তাই
তার এ পরিণাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।