Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্নায়ুযুদ্ধের মানসিকতা সেকেলে হয়ে গেছে

বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তৃতায় চীনের প্রেসিডেন্টের সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চীনা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এক সমাবেশে শি জিনপিং বলেন, মানব সমাজকে এখন উন্মুক্ত ও বন্ধ পন্থার মধ্যে একটিকে বেছে নিতে হবে। যার মাধ্যমে সমাজ সামনে এগিয়ে যাবে অথবা পিছিয়ে পড়বে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে শান্তি ও সহযোগিতার প্রবণতা এগিয়ে চলছে। আর ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ ও ‘জিরো সাম গেম’ চিন্তা সেকেলে হয়ে পড়েছে। চীনের হুনান প্রদেশের বোয়াও শহরে ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’ সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’র ব্যাপারে সতর্ক করে দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের অর্থনীতির একটি অংশ উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গাড়ি আমদানির ওপর কর কমানোর পাশাপাশি চীনের প্রেসিডেন্ট তার দেশে বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগের শর্ত শিথিল করারও প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য দ্ব›দ্ব নিরসনের চেষ্টা হিসেবে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বোয়াও ফোরাম ফর এশিয়া এক অলাভজনক সংগঠন। তারা মূলত এশিয়া ও অন্যান্য মহাদেশের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে সম্মেলনের আয়োজন করে থাকে। এ সম্মেলনে তারা এশিয়া অঞ্চলের অগ্রসরমান অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এবারের সম্মেলন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংক্রান্ত দ্ব›দ্ব নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপের ব্যাপারে কিছু বলেননি শি জিনপিং। এই দ্ব›েদ্বর ফলে দুই দেশে একে অপরের পণ্যে পাল্টাপাল্টি কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ব্যাপারে শি জিনপিং ‘উন্মুক্ততা’র কথা বলেছেন। চীনের প্রেসিডেন্ট বলেন, অন্যদের বাদ দিয়ে কারও নিজের স¤প্রদায়ের চিন্তা শুধু বিভেদের দিকে নিয়ে যাবে। আর শান্তিপূর্ণ উন্নয়ন ও একসাথে কাজ করার মাধ্যমে আমরা সব পক্ষই লাভবান হতে পারবো। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্নায়ুযুদ্ধের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ