Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মে জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সিরাজগঞ্জের তাড়াশে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়ম করার দায়ে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৪৪ বস্তা চাল জব্দ ও চাল বিতরণের ঘরটি ছিলগালা করে দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ডিলার সাবেক ইউপি সদস্য আলতাব আলী উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু এ দন্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান হাবিব জিতু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারুহাস ইউনিয়নের ১, ২, ৩ ও ৮, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার আলতাব আলীর চাল বিতরণের গোদাম ঘরে অভিযান চালানো হয়। এ সময় প্রত্যেক বস্তায় ৩ থেকে ৪ কেজি করে চাল ওজনে কম পড়ে। ৩০ কেজির বস্তায় চাল পাওয়া যায় ২৬ থেকে ২৭ কেজি। হতদরিদ্র কার্ডধারীদের মাঝে বিরণকৃত চালের বস্তা ওজন করেও অনুরুপ অনিয়ম ধরা পড়ে। এ অপরাধে অভিযুক্ত ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অবিতারণকৃত ১৪৪ বস্তা চাল জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। চাল বিতরণের গোদাম ঘরটিও ছিলগালা করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল বিতরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ