রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের তাড়াশে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়ম করার দায়ে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৪৪ বস্তা চাল জব্দ ও চাল বিতরণের ঘরটি ছিলগালা করে দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ডিলার সাবেক ইউপি সদস্য আলতাব আলী উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু এ দন্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান হাবিব জিতু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারুহাস ইউনিয়নের ১, ২, ৩ ও ৮, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার আলতাব আলীর চাল বিতরণের গোদাম ঘরে অভিযান চালানো হয়। এ সময় প্রত্যেক বস্তায় ৩ থেকে ৪ কেজি করে চাল ওজনে কম পড়ে। ৩০ কেজির বস্তায় চাল পাওয়া যায় ২৬ থেকে ২৭ কেজি। হতদরিদ্র কার্ডধারীদের মাঝে বিরণকৃত চালের বস্তা ওজন করেও অনুরুপ অনিয়ম ধরা পড়ে। এ অপরাধে অভিযুক্ত ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অবিতারণকৃত ১৪৪ বস্তা চাল জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। চাল বিতরণের গোদাম ঘরটিও ছিলগালা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।