বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত রোববার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের বিদায়ী সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘দি পূর্বকোণ লিমিটেডে’র চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী। ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা মোস্তফা খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক হেফাজতের রহমান, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহম্মদ, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন। প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন চৌধুরী বলেন, সংবাদপত্র দেশের আপামর জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় হকাররা। তারা এ দায়িত্ব না নিলে সংবাদপত্র প্রকাশই অসার হয়ে যেত। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হেলাল উদ্দিন চৌধুরী নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।