Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

টাঙ্গাইলের সখিপুর কচুয়া গ্রাম থেকে গত রোববার রাত ১০টার সময় র‌্যাব-১২ অভিযান চালিয়ে রাজু আহমেদ (১৯) নামে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় র‌্যাব-১২ রাজুর নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করে। রাজু আহমেদ উপজেলার কচুয়া গ্রামের মালদ্বীপ প্রবাসী দুলাল হোসেন উরফে দুলু মিয়ার ছেলে এবং সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডর রবিউল ইসলাম বলেন, রাজু হোয়াইটঅ্যাপ অ্যাপসের মাধ্যমে ছদ্মনাম রাফিও ব্যবহার করে ১৩০ জনের গ্রুপ তৈরী করেছিল। এ গ্রুপের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কয়েকটি মোবাইল নাম্বার ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস প্রতারণা করে পরীক্ষার্থীদের নিকট থেকে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কচুয়া গ্রামে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্নপত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ