মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং জলপথ পরিবহনের ব্যবস্থা আরও উন্নত করার পাশাপাশি নেপালের সঙ্গে রেলপথে সংযুক্ত হবে ভারত। নেপালি প্রধানমন্ত্রীকে এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সফরে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী খড়্গপ্রসাদ অলি। গত শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, কৃষির ক্ষেত্রেও নেপালকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বিবৃতিতেই ভারত এবং নেপালের রাজধানী কাঠামান্ডুর মধ্যে নতুন রেলপথ তৈরির কথা বলা হয়। মোদি বলেন, “আমরা আমাদের মিত্র দেশের সহযোগিতা এবং সমর্থন চাই। দু’দেশের মধ্যে আমদানি-রফতানি এবং অর্থনৈতিক লেনদেন বাড়ানোই এখন লক্ষ্য।” গত বছর নেপালে কমিউনিস্ট সরকার গঠিত হওয়ার পরেই চিন্তার ভাঁজ পড়ে ভারতের কপালে। চীনের সঙ্গে সখ্যতা বাড়াবে নেপাল, এমন সংশয় ঘোরাফেরা করতে শুরু করে নয়াদিল্লিতে। কিন্তু ভারতকে ছাড়া নেপালের যে চলবে না সে কথাও জানেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ভারত। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে যে তিনি চটাবেন না সে কথাও ঘুর পথে বুঝিয়ে দিয়েছেন অলি। জানিয়েছেন ভারতের সঙ্গে সখ্যতা আরও বাড়াতে চান তিনি। তিনি বলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও বাড়ানোর উদ্দেশ্যেই আমি ভারতে এসেছি।” নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরেই ভারতে এসেছেন অলি। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।