Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অবসর নয়, নেতৃত্ব ছাড়লেন আফ্রিদি

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অবসরের গুঞ্জনটা চলছিলো অনেকদিন থেকেই। এমনকি টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় বলবেনÑ এমন কথাও প্রচলিত ছিলো আসরজুড়ে। বাজেভাবে দলের বিদায়ের পর তা আরো জোরালো হলেও অবসরের ভাবনাকে আপাতত শিঁকায়ে তুলে রাখলেন শহিদ আফ্রিদী। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বুম বুম তারকা।
পাশাপাশি, দেশের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার। ৩৬ বছর বয়সী আফ্রিদি জানান, তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ হাফিজের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবসর নয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ