Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরোয়া ফুটবলে বিদেশী দাপট

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রতিটি ফুটবল মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশী খেলোয়াড়দের দাপট লক্ষ্য করা যায়। অন্যান্য বারের মতো এবারও দেশের ঘরোয়া ফুটবলে বিদেশী খেলোয়াড়দের ভীড় চোখে পরার মতো। মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগে ভালো ফল পেতে দেশের ছোট-বড় সব ক্লাবই বিদেশী ফুটবলারদের দলে ভিড়িয়েছে। বিশেষ করে আফ্রিকা ও ইউরোপ থেকেই তারা এনেছে এই ফুটবলারদের।
বাংলাদেশের ফুটবলে পেশাদারিত্ব আসার প্রথম দিকেই ঢাকা আবাহনীতে যোগ দেন ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিম। তিনি ২০০৭ সাল থেকেই ঢাকা আবাহনীর অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। এই ক্লাবের বহু সাফল্যের রূপকার এই আউডু ইব্রাহিম। এবারও তিনি ঢাকার ফুটবলে খেলছেন। তবে পুরনো দল আবাহনীর হয়ে নয়। নতুন ফুটবল মৌসুমে আউডু মাঠ মাতাচ্ছেন তারুণ্যে অহংকার খ্যাত ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে। গত ৩১ মার্চ বিদেশী ফুটবলারদের দলবদলের শেষ দিন ছিল। নতুন নিয়মানুযায়ী চারজন বিদেশী নিবন্ধন করতে পারলেও একটি ক্লাবের হয়ে তিনজন মাঠে নামতে পারবেন। বিদেশী খেলোয়াড়দের নিবন্ধন শেষে পর্যবেক্ষণ করে জানা গেলো এবার দু’জন বিদেশী ফুটবলার ঢাকার মাঠ কাঁপাতে পারেন। এরা হলেন- শেখ রাসেল ক্রীড়া চক্রের ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু টেরেরা ও ঢাকা আবাহনীর ইংলিশ তারকা লি টাক। শেখ রাসেলে টেরেরা ছাড়াও আছেন বুরুন্ডির ভ্যালেরি নাহায়ো, জুলিয়াস ইকাঙ্গা ও পল এমিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে এমেকা ডারলিংটন, ওয়েডসন এনসেলমে, ল্যান্ডিং ডারবো ও নোয়েল বেন। ঢাকা আবাহনীতে সানডে চিজোবা, লি টাক, সামাদ ইউসুফ ও কামারা ফারাহ। চট্টগাম আবাহনীতে থাকছেন আব্বাস ইনুসাহ, তারেক আল জানাবি, জোয়েল ওমারি ও লিওনেল সেন্ট প্রিউক্স। ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠ মাতাচ্ছেন আউডু ইব্রাহিম, ওকাচা কিংসলে, ওবাম হেনরি ও অগাস্টিন ওয়েলসন। এছাড়া ঢাকা মোহামেডানের হয়ে খেলবেন ইসমাইল বাঙ্গুরা, টোরে ইয়া ইয়া ও স্টিফেন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘরোয়া ফুটবলে বিদেশী দাপট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ