পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা জামান মিয়া নামে এক নিরীহ ব্যক্তির বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও ভাংচুরে বাঁধা দেওয়ায় তার স্ত্রী ও স্কুল পড়–য়া মেয়েকে পিটিয়ে আহত করা হয়। গতকাল সকালে উপজেলার মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জামান মিয়ার স্ত্রী আমেনা বেগম জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী রহমান, রাকিব ও সোহেল দীর্ঘদিন ধরে মিয়াবাড়ি, ভায়েলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। গত কয়েকদিন ধরে জামান মিয়া ও তার স্ত্রী মাদক বিক্রেতাদের মাদক বিক্রি করতে নিষেধ করে। এরই জের ধরে সকালে মাদক ব্যবসায়ী রহমানসহ তার লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় জামান মিয়া ও স্ত্রী মাদক ব্যবসায়ীদের বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে। তাদেরকে বাঁচাতে স্কুল পড়–য়া মেয়ে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।