Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রির বিরোধিতা করায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরোধিতা করায় এক মসজিদের ক্যাশিয়ারসহ নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সাড়ে ৫ মাস আগে দিঘীবরাব এলাকার ইয়াদ আলীর ছেলে মো. আলী আলম একই এলাকার মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান মুন্সী, আহাম্মদ আলী, ওছমান ও ইলিয়াছদের মাদক ব্যবসায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা আলী আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক হাতের কব্জি কেটে নিয়ে যায়। এ ঘটনায় তখন দিঘীবরাব জামে মসজিদের ক্যাশিয়ার ও শিল্পপতি ওমর আলী এবং মজিবর রহমান ওরফে পাপ্পু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আর এ কারণে তাদের উপর ক্ষিপ্ত ছিল মাদক ব্যবসায়ীরা। উক্ত ঘটনায় আলী আলমের ভাই শাহআলম বাদী হয়ে মামলা রুজু করলে পুলিশ মনিরুজ্জামনকে  গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। গত ৮ মার্চ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আলী আলম ও তার পরিবারের উপর হামলা করতে ছক কষে। বিষয়টি আলী আলম ও তার পরিবার টের পেয়ে তারাও আত্মরক্ষার্থে সুসংগঠিত হয়ে থাকে। গত বুধবার মাদক ব্যবসায়ীরা আলী আলম ও পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ সময় আলী আলম ও তার পরিবারের লোকজন মিলে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মনিরুজ্জামানের মা রহিমা খাতুন বাদী হয়ে একটি মামলা রুজু করেন। মামলায় আলী আলম ও তার পরিবারের  কোন লোককে আসামি না করে মনিরুজ্জামানের মাদক ব্যবসার বিরোধিতাকারী দিঘীবরাব জামে মসজিদের ক্যাশিয়ার ও শিল্পপতি ওমর আলী এবং মজিবুর রহমান পাপ্পুকে আসামি করে মামলা করেন। অথচ কোন ঘটনার সাথে ওমর আলী ও পাপ্পু জড়িত ছিলেন না। অপরদিকে  শিল্পপতি ওমর আলী ও  পাপ্পুকে মিথ্যা মামলায় জড়িয়ে পূর্ববর্তী ক্ষোভ ও ঘোলা পানিতে মাছ শিকার করে মনিরুজ্জমান আর্থিকভাবে ফায়দা লুটার চেষ্টা করছেন বলে এলাকাবাসীর অনেকই  এমন মত দিয়েছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় নিরাপরাধ লোককে মিথ্যা মামলায় জড়ানোয় দিঘীবরাব এলাকার স্থানীয় জনগণের মাঝে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে, এমনকি অনেকে থানা পুলিশের উপরও ক্ষোভ জানিয়েছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে, তবে  নিরপরাধ কেউ আসামি হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক বিক্রির বিরোধিতা করায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ