Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ১৪ মামলা

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা আলী আকবর শেখকে ১৪ মামলা দিয়ে হয়রানি করছে মাদক বিক্রেতা হেমায়েত কাজী। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আলী আকবর শেখ মাদক বিক্রিতে বাধা দেন। এতে মাদক ব্যবসায়ী হেমায়েত কাজী ক্ষিপ্ত হয়ে হেমায়েত কাজী, তার মা এবং স্ত্রী বাদী হয়ে ওই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজি ও গুমসহ ১৪টি মামলা দায়ের করেছে। এলাকাবাসী জানায়, কোটালীপাড়া উপজেলার লোহারংক গ্রামের শেরু কাজীর ছেলে হেমায়েত কাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। ২০১১ সালের ৫ ডিসেম্বর কোটালীপাড়া থানা পুলিশ হেমায়েতকে মাদকসহ গ্রেফতার করে। এ মামলায় জেল থেকে বের হয়ে ফের মাদক বিক্রি শুরু করে। লোহারংক গ্রামের মুক্তিযোদ্ধা আলী আকবর শেখ (আলী শেখ) বলেন, যুবসমাজকে ধবংসের হাত থেকে বাঁচাতে হেমায়েতের মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় হেমায়েত কাজী গত ৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞ আমলী আদালতে আলী আকবর শেখসহ ৩ জনকে আসামী করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। মুক্তিযোদ্ধা আলী আকবর শেখ বলেন, ৭১-এর রণাঙ্গনে জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজ স¦াধীনতার ৪৫ বছর পর মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা হেমায়েতের হাত থেকে বাঁচতে পুলিশ ও প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জানার জন্য হেমায়েত কাজীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া বক্তব্য পাওয়া যায়নি। কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুজিবুল হক বলেন, মাদক বিক্রেতা হেমায়েত মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধা আলী আকবর শেখকে হয়রানি করছে। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সমাজবিরোধী মাদক ব্যবসায়ী হেমায়েতকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। হেমায়েতের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মনজের আলী বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক বিক্রিতে বাধা দেয়ায় ১৪ মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ