রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
সখিপুরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে উপজেলা যুবলীগ নেতা ও নারীসহ পাঁচজনকে কারাদ- দেয়া হয়েছে। গত রোববার রাতে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত তাদের এ কারাদ- প্রদান করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা নিজ কার্যালয়ে আদালত বসিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ (৩৫) ও রিনা আক্তার (৩২) ওরফে মিনা ওরফে বিনাকে ইয়াবা সেবন ও বিক্রির দায়ে এক বছর কারাদ- ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। একই দিন সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও এস এম রফিকুল ইসলাম গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে সোনা মিয়াকে (৪৫) এক বছর এবং জামাল হোসেন (৩৫) এবং নুরজামালকে (৩০) ছয় মাস করে কারাদ- দিয়েছেন। গ্রেফতারকৃত পাঁচজনই সখিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।