Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ছাত্রলীগ নেতা কর্তৃক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শিক্ষকদের মানববন্ধন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভোলা জেলার মনপুরার ছাত্রলীগ নেতা কতৃক স্কুল রুমে সংখ্যালঘু শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবীতে শিক্ষক শিক্ষিকাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজনে উপজেলা সদর থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষক নির্যাতনকারী ছাত্রলীগ নেতা “ এনামের বিচার চাই, এনামকে গ্রেফতার করে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের রক্ষা কর, শিক্ষকদের নিরাপত্তা চাই “ এ ধরনের প্লেকার্ড,ব্যানার পেস্টুন নিয়ে কয়েকশ শিক্ষকরা প্রতিবাদ সমাবেশে যোগদান করেন। এ দিকে শ্লীলতাহানির স্বীকার স্কুল শিক্ষিকা জানান গত ৩১ মার্চ শনিবার সকাল সারে ৯টার সময় সে মনপুরা হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী রুমে অবস্থান করছিলেন। এসময় ছাত্রলীগ নেতা এনাম হাওলাদার লাইব্রেরীতে প্রবেশ করে শিক্ষিকার সাথে অশালীন আচারণ করতে থাকে। এক পর্যায়ে রুমের দরজা বন্ধ করে তার দুই হাত চেপে ধরে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিক্ষিকার ডাক চিৎকার শুনে স্থানীয় এক বৃদ্ধ তাকে উদ্বার করে। এবং ঐ ছাত্রলীগ নেতা পালিয়ে যায়। স্থানীয় এক সংবাদকর্মী সাধারন মানুষ জানান, ঐ ছাত্রলীগ নেতা ঐ স্কুলেরই একটি রুম দখল করে সেখানেই থাকেন। ঐ দিন শিক্ষিকা স্কুলে আসার সাথে সাথেই স্কুলের গেইটের দরজা তালা দিয়ে আটকিয়ে তারপর শিক্ষিকার লাইব্রেরী রুমে গিয়ে এ ঘটনা ঘটান। তাকে এখনও গ্রেফতার করা যাচ্ছে না নাকি গ্রেফতার করা হচ্ছে না। এ নিয়ে চলছে কানা ঘুষা। ভুক্তভোগী শিক্ষিকা উপযুক্ত বিচার পাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন মানুষ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন। উপজেলা নির্বাহী কূমকর্তা আব্দুল জলিল ভুইয়াঁ বলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে; পুলিশ প্রশাসনসহ আমরা তাকে গ্রেফতারের চেস্টা চালিয়ে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষকদের

১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ