Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ২ মুসলিম গরু ব্যবসায়ীকে হত্যা গাছে ঝুলন্ত লাশ

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ঝাড়খ-ের রাঁচিতে দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে ‘অজ্ঞাত দুর্বৃত্তরা’। শুক্রবার রাঁচির নিকটবর্তী বালুমাঠ বন থেকে ঝুলন্ত অবস্থায় দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুই মুসলিম ব্যবসায়ী গরু নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে ‘অজ্ঞাত দুর্বৃত্তরা’ তাদের ওপর হামলা চালায়। নিহত দুই গরু ব্যবসায়ী হলেন মোহাম্মদ মজলুম (৩৫) ও আজাদ খান ওরফে ইব্রাহিম (১৫)।
এদিকে পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই ব্যবসায়ীরা হাত পেছন থেকে বাঁধা ছিলো, মুখে গুঁজে দেওয়া হয়েছিল কাপড়, যাতে তারা চিৎকার করতে না পারেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে গাছে ঝুলিয়ে দেওয়ার আগেই তাদের পিটিয়ে হত্যা করা হয়। আর স্থানীয় এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বোঝা গেছে ব্যাপক নির্মমভাবে দুই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এতে বুঝা যায় দুর্বৃত্তরা চরম ঘৃন্য মনোভাব ধারণ করে। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুসারে, দুই ব্যবসায়ী স্থানীয় বাজারে আটটি গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে তাদের গতিরোধ করে হত্যা করা হয়। কিন্তু গরুগুলোর কোনও খোঁজ পাওয়া যায়নি। দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকায় ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। পুলিশ যখন লাশ গাছ থেকে নামাতে যায় তখন স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে ২ মুসলিম গরু ব্যবসায়ীকে হত্যা গাছে ঝুলন্ত লাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ