Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইংলিশ লিগের যোগ্য সাবিনা’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

এবারের ভারতীয় মহিলা ফুটবল লিগের অন্যতম আলোচিত খেলোয়াড় সাবিনা খাতুন। ৫ ম্যাচে ৬ গোল করা বাংলাদেশ অধিনায়ক প্রতিপক্ষের জন্য যেন মূর্তিমান আতঙ্ক। সাবিনার দুর্দান্ত পারফরম্যান্সে তার দল সেথু এফসির কোচ, কর্মকর্তা থেকে শুরু করে সতীর্থরাও খুশি। বাংলাদেশের আরেক খেলোয়াড় অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার মাঠে নামারই সুযোগ পাচ্ছেন না সাবিনার কারণে। ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ খেলোয়াড় তানভি হ্যান্সকেও বসে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে। তবে এ নিয়ে তেমন আফসোস নেই তানভির। তিনি বরং বাংলাদেশের সেরা স্ট্রাইকারের প্রশংসায় উচ্ছ¡সিত।
ইংলিশ লিগে টটেনহ্যাম ও ফুলহ্যামের জার্সিতে খেলা তানভি এবারই প্রথম খেলছেন ভারতীয় লিগে। প্রথম ম্যাচে সেথু এফসির প্রথম একাদশে ছিলেন, তবে পরের চার ম্যাচেই ডাগ আউটে কাটাতে হয়েছে তাকে। এই লিগে একটি দল একজন বিদেশিকেই মাঠে নামাতে পারে। আর সাবিনার দুর্দান্ত পারফরম্যান্স তানভিকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে। তানভির অবশ্য সেজন্য মনখারাপ হচ্ছে না। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি এক মিনিটও খেলতে পারছি না, কিন্তু সেজন্য খারাপও লাগছে না। যারা খেলছে তাদের দারুণ পারফরম্যান্স। বিদেশি খেলোয়াড় হিসেবে একজন খেলতে পারবে। সেই জায়গায় সাবিনা খেলছে। সাবিনার দারুণ পারফরম্যান্স, দলের জয়ে অবদান রাখছে তার গোল।’ তানভির বিশ্বাস, সাবিনা ইংলিশ লিগে খেলার যোগ্য, ‘আমার মনে হয়, ইংলিশ লিগ কিংবা ইউরোপে খেলার যোগ্যতা আছে সাবিনার। অবশ্য যদি সে তার খেলার ধরন অনুযায়ী দল পায় এবং সেই দলের সঙ্গে মানিয়ে নিতে পারে। সাবিনা অবশ্যই ভালো খেলোয়াড়। তবে এখনও তার সেরা খেলাটা আমার দেখা হয়নি।’
তানভির সঙ্গে এরই মধ্যে বেশ ভালো বন্ধুত্বও হয়ে গেয়ে সাবিনার। বাংলাদেশ অধিনায়ক সে কথা জানান, ‘আমরা গতকাল (গত পরশু) এক সঙ্গে ডিনার সেরেছি। ওর সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। সে ইংলিশ লিগে খেলেছে, তাই আমার সামনে ভারতীয় লিগে কিছু করে দেখানোর চ্যালেঞ্জ ছিল। আসলে আমার পারফরম্যান্সের জন্যই তানভি খেলার সুযোগ পাচ্ছে না। এখানে কিছু করার নেই, যে ভালো খেলবে, সেই দলে সুযোগ পাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ইংলিশ লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ