মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের সবচেয়ে বড় আকারের প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। এর জন্য প্রায় ১ লাখ কোটি টাকা পর্যন্ত দিতে প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১১০টি ফাইটার জেটের জন্য বিশ্বের সমস্ত কোম্পানির কাছে তাদের প্রস্তাব পাঠানোর আবেদন জানানো হয়েছে। মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের আওতায় এটি তৈরি হতে চলেছে। সিঙ্গল ও টুইন সিটের জেট তৈরির কথা বলা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা দফতর জানায়, ২৫০টি ফাইটার জেট বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় তৈরি করা হবে। বিমান বাহিনীতে সেগুলো ব্যবহার করা হবে। ১০০টি সিঙ্গল ইঞ্জিন ফাইটার জেট তৈরি করা হবে ভারতে। ৯০টি ডবল ইঞ্জিন ফাইটার জেটও তৈরি হবে। নৌবাহিনীর জন্য প্রয়োজন ৫৭টি জেট। গত শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর তথ্য আহ্বানের নথি থেকে এসব তথ্য জেনেছে বার্তাসংস্থা রয়টার্স। ভারতীয় বিমান বাহিনীর কাছ থেকে কার্যাদেশ পেতে বিমানগুলোর নির্মাণ প্রক্রিয়ার বড় অংশ ভারতে সম্পন্ন হতে হবে। বিমান বাহিনীর দেওয়া শর্তে বলা হয়েছে, বিমানের ৮৫ শতাংশ ভারতের কোনও কৌশলগত অংশীদার দ্বারা নির্মিত হতে হবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা। তিনি চান ভারত স্থানীয়ভাবে জঙ্গি বিমান উৎপাদনে সক্ষম হয়ে উঠুক। লকহিড মার্টিনের স্ট্র্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট বিবেক লাল বলেছেন, লকহিড মার্টিন তাদের এফ-১৬ জঙ্গিবিমান উৎপাদনের পুরো ব্যবস্থাই যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ভারতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তাদের ইচ্ছা, শুধু ভারতের জন্য নয়, অন্যান্য দেশের জন্যও এফ-১৬ জঙ্গিবিমান ভারতের কারখানা থেকেই সরবরাহ করার। লকহিড মার্টিন জঙ্গিবিমান উৎপাদনের জন্য ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস-এর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সুইডেনের সাব ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। জঙ্গিবিমান সরবরাহে ইচ্ছুক অন্য প্রতিষ্ঠানগুলো এখনও তাদের স্থানীয় সহযোগীর নাম ঘোষণা করেনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।