Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অনলাইন হামলার শিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়েছে। মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে সেখানে কিছু চীনা হরফের বার্তা বসানো হয়েছে। চীনা হরফের নিচে সাইটটিতে এরর মেসেজ (ভুল বার্তা) দেখাচ্ছে। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটের মাধ্যমে ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সমস্যা লক্ষ করা হয়েছে। এটি মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ওয়েবসাইটটি দ্রুত আবার চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামান। খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হওয়ার পর সব সরকারি ওয়েবসাইট ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারকে এ বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার ভারতের সব সরকারি ওয়েবসাইটরক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় প্রতিরক্ষা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ