পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ৩ দিনব্যাপী বৃক্ষমেলার আলোচনা সভায় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু জাফর রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. লুৎফুন্নেছা বিউটি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দ্বীপক কুমার পাল প্রমুখ। এ সময় ত্রিশাল উপজেলার বিভিন্ন কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে ত্রিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন প্রাধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।