Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১০:১২ এএম

কুমিল্লায় চাঞ্চল্যকর কলেজছাত্র সাগর হত্যা মামলার প্রধান আসামি রনিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি জানিয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল।
তিনি জানান, শুক্রবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে আসামি রনিকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার (৪ এপ্রিল) কুমিল্লা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর দত্তকে(১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর কুমিল্লার শহরের রেসকোর্স এলাকায় বিএইচ ভূঁইয়া হাউজের নিচ তলায় ভাড়া থাকতেন। বুধবার সকালে সাগরের গলাকাটা লাশ ও সজীব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর দত্ত কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের শংকর দত্তের বড় ছেলে।

আহত সজীব সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজান চরগ্রামের রাখাল সাহার ছেলে। তিনি সজীব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে নিহত কলেজছাত্র সাগরের বাবা শংকর দত্ত বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামি গ্রেপ্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ