Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ফেনসিডিল উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তিন বস্তা ভর্তি ৮২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে যাত্রীবাহি বাস ও তার চালক জামাল মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত জামাল সুনামগঞ্জের টেরাপুর এলাকার মমতাজউদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার সকালে তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় আশা পরিবহনে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, শুক্রবার সকাল সোয়া ৬ টার দিকে সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-০০৭৮) তারাবো বিশ্বরোডে পৌঁছলে পুলিশের সন্দেহ হয়। পরে বাসের গতিরোধ করে তল্লাশী চালিয়ে ৮২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বাসের চালক জামাল মিয়াকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল

১১ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ