Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শুরু দক্ষিণ এশীয় টিটি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দু’বছর আগে গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে সিদ্ধান্ত হয়। যার বাস্তবায়ন ঘটছে চট্টগ্রামে। বাকি পাঁচ দেশের ক্রীড়াবিদরাই এখন বন্দরনগরীতে। দক্ষিণ এশিয়ার ছয় দেশের শীর্ষ খেলোয়াড়দের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে অ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টিটি চ্যাম্পিয়নশিপের খেলা। দলগুলো হচ্ছে- বাংলাদেশ পাললিক গ্রুপ, ভারতের বেঙ্গল ক্লাব, ভুটানের থিম্পু টিটি ক্লাব, নেপালের হুয়াই টিটি ক্লাব, মালদ্বীপের মলদোভিয়ান টিটি ক্লাব ও শ্রীলংকার সাউদার্ন টিটি ক্লাব। তবে সাউথ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানের লীগ চ্যাম্পিয়ন করাচি জিমখানা ক্লাবের দু’জন খেলোয়াড় কমনওয়েলথ গেমসে যাওয়ায় তারা আসছে না। এই চ্যাম্পিয়নশিপের খেলাগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ম্যাচের সংখ্যা হচ্ছে ১৫টি। আজ সকাল সাড়ে ১০টায় সিজেকেএস জিমন্যাশিয়ামের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোরশেদ খান বীর বীক্রম। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সিজেকেএস টেবিল টেনিস কমিটির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য জানান।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মিসেস মনির মোরশেদ হেলেন, সাধারণ সম্পাদক খন্দকার হাসান মনির সুমন, স্পন্সর এডভোকেট গোলাম মোস্তফার সহধর্মিনী মিসেস ফাতেমা বেগম, সিজেকেএস টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের আসা-যাওয়া, থাকা-খাওয়া যাবতীয় খরচ আয়োজক স্পন্সর এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্ট বহন করছে। চট্টগ্রামের সুন্দর এ আয়োজন দেখে অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তারা খুবই আনন্দিত হয়েছেন। ভারতের বেঙ্গল ক্লাবের ম্যানেজার এন্ড কোচ সুব্রত, ভুটান থিম্পু ক্লাবের সাধারণ সম্পাদক কারমা শেরিন, নেপাল হুয়াই টিটি ক্লাবের সদস্য গেয়ানন্দ শ্রেষ্ঠা এ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশীয় টিটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ