Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ চারের পথে অ্যাটলেটিকো-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ওয়ান্দা মেট্রপলিটনে সবে ম্যাচ শুরু হয়েছে। দু’দলের দর্শকদের কিছু বুঝে উঠার আগেই স্পোর্টিং লিসবনের জালে বল পাঠিয়ে উৎসব শুরু করে অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফা ইউরোপা লিগে যা অ্যাটলেটিকোর দ্রæততম গোলের রেকর্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ২-০ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে অ্যাটলেটিকো।
লিসবন রক্ষণের ভুলে ২৩ সেকেন্ডের মাথায় রেকর্ডের সেই গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে। প্রথমার্ধেই করা ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটিও ছিল সফরকারী রক্ষণের ভুলের খেসারত। সুযোগটি কাজে লাগান ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন ডিয়াগো কস্তা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ডিয়াগো সিমিওনের দল। ঘরের মাঠে এ নিয়ে টানা নয় ম্যাচে জয় পেল আসরের ২০১০ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরা। অর্ধেকের বেশি সময় বলের দখল নিয়েও প্রতিপক্ষের জাল আবিষ্কার করতে পারেনি পর্তুগিজ ক্লাব স্পোর্টিং।
একই রাতে বড় জয় পায় আসরের শিরোপা প্রত্যাশী আরেক দল আর্সেনাল। ঘরের মাঠে একাধিক সুযোগ তৈরী করেও দ্বিতীয়ার্ধে তারা কোন গোল করতে পারেনি। তবে প্রথমার্ধের দুর্দান্ত পারফর্মন্সে সিএসকেএ মস্কোকে সহজেই ৪-১ ব্যবধানে হারায় আর্সেন ওয়েঙ্গারের দল। দুটি করে গোল করেন ওয়েলস স্ট্রাইকার অ্যারোন রামসি ও কনুই ইনজুরি কাটিয়ে দুই মাস পর একাদশে সুযোগ পাওয়া আলেক্সান্ডার লাকাজেতি। ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের ৩৫ মিনিটেই চার গোল পেয়ে যায় গানাররা। এমন বড় জয়ের পর শেষ চারের আশা করতেই পারে আর্সেনাল। তবে দলের কোচ ওয়েঙ্গার বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। এখনো অর্ধেক কাজ বাকি। বাকি কাজটা আমাদের ওখানে (মস্কোয়) শেষ করতে হবে।’
সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ইতালিয়ান ক্লাব লাজিও। ঘরের মাঠে তারা অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে হারায় ৪-২ গোলে। সব মিলিয়ে টানা ৩৬ ম্যাচ পর হারের স্বাদ পেল সালজবুর্গ। ৭৪ মিনিট পর্যন্তও তারা ২-২ ড্রয়ে ম্যাচে টিকে ছিল। কিন্তু দুই মিনিটের ব্যবধানে সেরি আ’র দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ অ্যান্ডারসন ও ইতালিয়ান ফরোয়ার্ড চিরো ইমোবিল। এ নিয়ে মৌসুমে ৩৭টি গোল করলেন ইমোবিল।
রাতের বাকি ম্যাচে ঘরের মাঠে ফরাসি ক্লাব মার্শেইকে টিমো ওয়ার্নারের একমাত্র গোলে হারায় জার্মান ক্লাব আরবি লাইপজিগ। আসছে বৃহস্পতিবার রাতে ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ চারের পথে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ