Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীমা খাতে বেতন কাঠামো নির্ধারণে কমিটি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দেশে বীমা ব্যবসা করা সব কোম্পানির জন্য একই রকম বেতন কাঠামো নির্ধারণ করতে জীবন বীমা ও সাধারণ বীমা সংক্রান্ত দুটি কমিটি গঠন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস এবং বোরহান উদ্দিন আহমদকে প্রধান করে গঠন করা এই দুই কমিটির প্রতিটিতে ১৬ জন সদস্য রাখা হয়ছে। কমিটিকে তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ১ এপ্রিল এ সংক্রান্ত একটি অফিস আদেশও জারি করা হয়েছে বলে আইডিআরএ সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, সাধারণ বীমা সংক্রান্ত কমিটিতে প্রধান (সভাপতি) করা হয়েছে আইডিআরএর গকুল চাঁদ দাসকে। আর জীবন বীমা সংক্রান্ত কমিটির প্রধান বোরহান উদ্দিন আহমদ। উভয় কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ইন্স্যুরেন্স একাডেমি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম ও কোম্পানি প্রতিনিধিরা রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ