পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। গত ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশে। আগের মাস শেষে যা ১৮ দশমিক ৩৬ শতাংশ ছিল। আর ডিসেম্বর শেষে ছিল ১৮ দশমিক ১৩ শতাংশ। যদিও অর্থ সংকটের দাবি তুলে বেসরকারি ব্যাংকের উদ্যোক্তারা সিআরআর কমানোসহ বিভিন্ন নীতি সুবিধা পেয়েছেন। মূল্যম্ফীতি নিয়ন্ত্রণ ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বাজারে কী পরিমাণ টাকা ছাড়া হবে, তার একটি ধারণা দিতে প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গত জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে আগামী জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় ১৬ দশমিক ৮০ শতাংশ। এরই মধ্যে সে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। সংশ্নিষ্টরা জানান, কয়েক বছর ধরে আশানুরূপ ঋণ চাহিদা না থাকায় অধিকাংশ ব্যাংকের কাছে প্রচুর উদ্বৃত্ত তারল্য ছিল। গত জুনের পর হঠাৎ করে ঋণ চাহিদা বাড়তে থাকায় তারল্যের ওপর বাড়তি চাপ তৈরি হয়। এক অঙ্কে নেমে আসা ঋণের সুদহার আবার দুই অঙ্কে উঠে যায়। মেয়াদি আমানতে অনেক ব্যাংক এখন ১০ শতাংশ বা এর বেশি সুদ দিচ্ছে। অবশ্য গত জুলাই থেকে হঠাৎ করে ঋণ প্রবৃদ্ধি বাড়তে থাকায় তা কমানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ৩০ জানুয়ারি এক নির্দেশনার মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা কমাতে এডিআর সীমা কমানো হয়। এমন পরিস্থিতিতে ব্যাংকের উদ্যোক্তাদের দাবির মুখে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার সাড়ে ছয় থেকে কমিয়ে সাড়ে পাঁচ শতাংশে নামিয়েছে। এতে করে বাজারে ১০ হাজার কোটি টাকা বাড়তি যোগ হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী রেপোর সুদহার ছয় দশমিক ৭৫ থেকে কমিয়ে ছয় শতাংশ করা হয়েছে। আর সরকারি আমানতের ৫০ শতাংশ পর্যন্ত বেসরকারি ব্যাংকে রাখার সুযোগ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে বাজারে তারল্য অনেক বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।