Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বেসরকারি খাতে ঋণ চাহিদায় গতি আসছে। সা¤প্রতিক সময়ে প্রতি মাসেই ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, গত এপ্রিলে বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ। সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক স্থিতিশীলতা, সুদহার কমাসহ বিভিন্ন কারণে বিনিয়োগ বাড়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে স্বস্তির কথা জানিয়ে বলেন, চলতি অর্থবছরের শুরুতে ব্যক্তি খাতের বিনিয়োগে কিছুটা স্থবিরতা ছিল। তবে সা¤প্রতিক তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে, ব্যক্তি খাতে ঋণ প্রবাহ, আমদানি-রফতানি, মূলধনী যন্ত্রপাতির আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগ অনেকখানি বেড়েছে। প্রাপ্ত তথ্যমতে, অভ্যন্তরীণ উৎস থেকে বেসরকারি খাতে এপ্রিল শেষে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ৪৪ হাজার ৭৩৪ কোটি টাকা। আগের বছরের একই সময় শেষে ছিল পাঁচ লাখ ৫৭ হাজার ৭৭৬ কোটি টাকা। এ হিসাবে এক বছরে ঋণ বেড়েছে ৮৬ হাজার ৯৫৮ কোটি টাকা বা ১৫ দশমিক ৫৯ শতাংশ। এর বাইরে গত এপ্রিল পর্যন্ত বেসরকারি খাতে বিদেশি ঋণ রয়েছে ৭০০ কোটি ডলার বা প্রায় ৫৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে আগামী জুন নাগাদ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ। আগের মুদ্রানীতিতে যা ১৫ শতাংশ ছিল। মূলত আশানুরূপ ঋণ না বাড়ায় এরকম লক্ষ্যমাত্রা ধরা হয়। গত এপ্রিলে ব্যাংকগুলোর গড় সুদহার দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৪ শতাংশ। এক বছর আগেও যা ১১ দশমিক ৮৮ শতাংশ ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ