মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় দুই মাস পর পর্নোজীবী স্টর্মি ড্যানিয়েলের বিষয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার এয়াফোর্স ওয়ানে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তিনি স্টর্মির মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেননি। গত জানুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ করার জন্য তাকে নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। গত মাসে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে স্টর্মি নিজেও বিষয়টি স্বীকার করেছেন। সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান তিনি স্টর্মিকে অর্থ দিয়েছিলেন কিনা। ট্রাম্প ছোট করেই জবাব দেন ‘না।’ পরে তার কাছে জানতে চাওয়া হয়, আইনজীবী কোহেন যে স্টর্মিকে অর্থ দিয়েছিলেন সেটা তিনি জানেন কিনা। জবাবে ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ ব্যাপারে মাইকেল কোহেনকেই আপনাদের জিজ্ঞেস করতে হবে। কোহেন আমার আইনজীবী।’ স্টর্মি দেওয়া ওই অর্থ কোত্থেকে এসেছে সে ব্যাপারে জানতে চাইলে ট্রাম্প জানান, এ বিষয়টিও তার জানা নেই। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।