Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত ব্শ্বি সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নেপালের প্রধানমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গতকাল শুক্রবার ভারত সফরে গেছেন। সর্বশেষ মেয়াদে এটি তার প্রথম বিদেশ সফর। বিশ্লেষকরা তার এই সফরকে দু’দেশের তিক্ত সম্পর্কের উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখছেন। তিনদিনের এ সফর চলাকালে ওলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দেশটির নদীপথ ব্যবহার বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী এর আগে ভারতের প্রতিশ্রæতি দেয়া বিভিন্ন অবকাঠামো প্রকল্পের কাজ সম্পন্ন করতে নয়াদিল্লীর প্রতি অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।

স্থগিত করেছে ভেনিজুয়েলা
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলা পানামার কোপা এয়ারলাইনের সকল ফ্লাইট তিনমাসের জন্য স্থগিত করেছে। ল্যাটিন যুক্তরাষ্ট্রের এ দু’টি দেশের মধ্যে কূটনৈতিক বিরোধের জের ধরে কারাকাস এমন ঘোষণা দিলো। বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ একথা জানিয়েছে। জাতীয় বেসামরিক বিমান সংস্থা (আইএনএসি) জানায়, ভেনিজুয়েলায় যাতায়াত করা কোপা এয়ারলাইনের সকল ফ্লাইট ৬ এপ্রিল ২০১৮ সাল থেকে পরবর্তী তিনমাস স্থগিত থাকবে। ভেনিজুয়েলার অর্থ ব্যবস্থার সুরক্ষার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হলো। পানামা বৃহস্পতিবার ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বহিস্কারের নির্দেশ দেয় এবং দেশটি দায়িত্ব পালন করা তাদের দূতকে দেশে ডেকে পাঠায়। এএফপি।

নিষেধাজ্ঞা তিউনিসিয়ায়
ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ায় আন্তর্জাতিক তায়েকান্দো প্রতিযোগিতায় ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির একটি আদালত। আজ থেকে তিউনিসিয়ায় ওই প্রতিযোগিতা শুরু হচ্ছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে তৎপর একটি সংগঠন আদালতে এ সংক্রান্ত আবেদন জানানোর পর এ নিষেধাজ্ঞা এলো। আন্তর্জাতিক তায়েকান্দো ফেডারেশন ওই প্রতিযোগিতায় চারজন ইসরাইলি অংশ নেবে বলে ঘোষণা করার পর থেকে দেশটির জনগণ ক্ষোভ প্রকাশ করে আসছে। পার্সটুডে।

পুজদেমন জামিনে
ইনকিলাব ডেস্ক : ২৫ মার্চ থেকে কারাবন্দী কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজদেমন জামিনে মুক্তি পাচ্ছেন। চার শর্তে তাকে জামিন দেয়া হয়েছে। তবে জামিনের আগে তাকে ৭৫ হাজার ইউরো জমা দিতে হবে। এ ছাড়া জামিনে থাকা অবস্থায় দেশ ছেড়েও যেতে পারবেন না তিনি। বাসস্থান বদলালেও তা আদালতকে জানাতে হবে। স্পেনের সরকার পুজদেমনের বিরুদ্ধে যে দু’টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, জার্মানির আদালত তার একটি মেনে নিয়েছে। ডয়েচে ভেলে।

প্রাণহানি ৩০
ইনকিলাব ডেস্ক : নাইজারের সীমান্তবর্তী অঞ্চলে ফরাসি এবং মালির সেনাদের সঙ্গে সংঘর্ষে ৩০ জন জঙ্গী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়। ফ্রান্সের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল প্যাট্রিক স্টেইগার জানান, আকাবর অঞ্চলে রোববার প্রায় ৬০ জন জঙ্গীর সঙ্গে এই সংঘর্ষ শুরু হয়। এতে মালির সেনাবাহিনীর ‘ক্ষয়ক্ষতি’ হলেও ফ্রান্সের সেনারা সুরক্ষিত রয়েছেন। তিনি আরো বলেন, ‘ ১ এপ্রিল সশস্ত্র জঙ্গীদল এটিজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। মেনাকা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে এবং নাইজেরিয়ার সীমান্ত থেকে
তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্শ্বি সংবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ