মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার একদল অভিজাতের বিরুদ্ধে চলতি সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন আইনী ক্ষমতাবলে এ ঘোষণা আসতে যাচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানায়। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। এ নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে রাশিয়াকে শাস্তি দিতে চাচ্ছে ওয়াশিংটন। ২০১৬ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ঝুললেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছে রাশিয়া। নিষেধাজ্ঞার ফলে পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রচেষ্টা সফল হচ্ছে না। নির্বাচনে হস্তক্ষেপ ও অন্যান্য বিষয়ে সংশ্লিষ্টতায় রাশিয়াকে শাস্তি না দেয়া সমালোচনার মুখে ট্রাম্প। নির্বাচনী প্রচারনায় রুশ হস্তক্ষেপ রয়েছে কীনা সে বিষয়ে চলমান যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের পরিচালিত তদন্তে সকল অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবারই সেই নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। গত ১৫ মার্চ অন্তত দুবছর ধরে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা পরিচালনার অভিযোগে রুশ গোয়েন্দা সংস্থা সহ ১৯ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয়। রুশ অভিজাতদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাটি ২০১৭ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা ট্রাম্পের মেয়াদের তাত্পর্যপূর্ণ ঘটনা হতে যাচ্ছে। পুতিনের নিকটবর্তী অভিজাত ও সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গড়িমসী করায় ট্রাম্পের সমালোচনা করে আসছিলেন দুই দলেরই আইনপ্রণেতারা। চলতি সপ্তাহের এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তা জানান, রুশ অভিজাতদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হচ্ছে যাদের কয়েকজনের পুতিন ও রুশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক তিক্ততায় পর্যবসিত হয়েছে। মস্কো শুরু থেকেই ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তবে গত ৪ মার্চ ব্রিটেনে সাবেক এক রুশ গোয়েন্দার উপর নার্ভ এজেন্ট হামলার পরিপ্রেক্ষিতে সম্পর্ক তিক্ততর হয়ে উঠে। ২৬ মার্চ যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পাল্টা জবাব হিসেবে স্ব স্ব দেশ থেকে একশোরও বেশি রুশ গোয়েন্দাকে বহিষ্কার করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।