Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে সাব-রেজিস্ট্রি অফিসের কম্পিউটার চুরি

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার ধামরাই কালামপুর সাব-রেজিষ্ট্রি অফিসের কম্পিউটার চুরি হওযায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তুলপাড় সৃষ্টি হয়। পরে কম্পিউটারটি এক মহিলা নকল নবিসের বাড়ি থেকে উদ্ধার করে অফিসের কর্মচারীরা। এনিয়ে ৫ জনকে আসমিী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ধামরাই উপজেলাধীন কালামপুর সাব-রেজিষ্ট্রি অফিসে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মকর্তারা চলে যাওয়ার আগ মুর্হূতে দেখে একটি কম্পিউটার নেই। এ নিয়ে অফিসের মধ্যে বেশ তুলপাড় সৃষ্টি হয়। পরে কম্পিউটারটি ওই অফিসেই কর্মরত নকল নবিস এক মহিলার বাসা থেকে উদ্ধার করে কর্মচারীরা। এ বিষয়ে অফিসের টিসি মোহরা আব্দুস সাত্তার মিয়া বাদী হয়ে ধামরাই থানায় নকল নবিস আব্দুল মান্নান ও এক মহিলা নকল নবিসের নাম উলেখ্যসহ ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ