রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ধামরাই কালামপুর সাব-রেজিষ্ট্রি অফিসের কম্পিউটার চুরি হওযায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তুলপাড় সৃষ্টি হয়। পরে কম্পিউটারটি এক মহিলা নকল নবিসের বাড়ি থেকে উদ্ধার করে অফিসের কর্মচারীরা। এনিয়ে ৫ জনকে আসমিী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ধামরাই উপজেলাধীন কালামপুর সাব-রেজিষ্ট্রি অফিসে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মকর্তারা চলে যাওয়ার আগ মুর্হূতে দেখে একটি কম্পিউটার নেই। এ নিয়ে অফিসের মধ্যে বেশ তুলপাড় সৃষ্টি হয়। পরে কম্পিউটারটি ওই অফিসেই কর্মরত নকল নবিস এক মহিলার বাসা থেকে উদ্ধার করে কর্মচারীরা। এ বিষয়ে অফিসের টিসি মোহরা আব্দুস সাত্তার মিয়া বাদী হয়ে ধামরাই থানায় নকল নবিস আব্দুল মান্নান ও এক মহিলা নকল নবিসের নাম উলেখ্যসহ ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।