রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর শিশু ঊর্মি (১০) হত্যা মামলার আসামী ছগির আকন জামিনে এসে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে। মামলার বাদী ও উর্মির পিতা জুলফিকার আমীন সোহেল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। জানাযায়, গত বছরের ২১ জুলাই শুক্রবার বিকেলে ঊর্মি বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। ২৩ জুলাই বাড়ির অদুরে একটি পরিত্যাক্ত বাগানের নালায় ঊর্মির ভাসমান লাশ দেখতে পায় এলাকা বাসি। পরে পুলিশ গিয়ে নিহত ঊর্মির লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২৩ জুলাই রাতেই সাংবাদিক জুলফিকার আমীন সোহেল অজ্ঞাত আসামী দিয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। ওই মামলা পুলিশ অধিকতর তদন্ত করে প্রতিবেশী ছগির আকনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। ছগির প্রায় ৮ মাস কারাভোগ করার পরে আদলত থেকে জামিন পেয়ে বুধবার বাড়িতে আসে। ছগির জামিনে এসে বৃহস্পতিবার সন্ধ্য সাড়ে ৭ টার দিকে নিহত ঊর্মির পিতা সাংবাদিক সোহেলকে ওই হত্যা মামলা তুলে নিতে ছগির হুমকি দেয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জিডির সত্যতা নিশ্চিত করে জানান, এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।