Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আ’লীগ নেতাকে প্রধান আসামি করে থানায় মামলা : গ্রেফতার ১

বোয়ালমারীতে গৃহবধূ খুন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়েনের আমগাছিয়াডাঙ্গী গ্রামে মমতাজ বেগম নামের এক গৃহবধূর হত্যার ঘটনায় উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল খায়েরকে (৫৩) প্রধান আসামী করে ১০জনের নাম উল্লেখ করে মমতাজ বেগমের ছোট ভগ্নিপতি রুস্তুম শেখের ছেলে শহিদুল শেখ বাদি হয়ে বুধবার (০৪.০৪.১৮) রাতে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৪। মামলার ১০নম্বর এজাহার ভুক্ত আসামি আমগাছিয়াডাঙ্গী গ্রামের মৃত আবির হোসেনের ছেলে মো. কামরুজ্জামান শেখকে গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে চালান করা হবে। বাকি এজাহার ভুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য গত সোমবার মমতাজ বেগম ওই গ্রামের রুস্তুম শেখের বাড়িতে বেড়াতে আসে। পরের দিন মঙ্গলবার রুস্তুম শেখের সাথে প্রতিবেশি আবুল খায়েরের জমিজমা বিরোধ নিয়ে খায়েরের ভাই হারুন শেখের রামদার কোপে মমতাজ বেগম ঘটনাস্থলেই নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ নেতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ