মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ হাইকোর্ট ‘চোর পিটুনি’ আইনের বৈধতা দিয়েছে। ফলে অনাহূত কেউ যদি অনিষ্ট সাধনের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে তবে বাড়ির মালিকরা তাকে উত্তম-মধ্যম দিতে পারবেন। একটি ঐতিহাসিক রায়ে হাইকোর্ট জানিয়েছে, নিজেদের জানমাল রক্ষার্থে যদি সিঁধেল চোর বা অনাহূত কোনো আক্রমণকারীকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ প্রহার করা হয় তবে মানবাধিকার লঙ্ঘন হবে না। ২০১৩ সালে, তখনকার বিচারপতি ক্রিস গ্রেলিং আত্মরক্ষা আইন কঠিন করেন এবং চোরকে আঘাত করা যাবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত রুল জারি করেন। তবে এবারের রায়ে হাইকোর্ট নিশ্চিত করেছে, যুক্তরাজ্যের কোনো বাড়িতে চৌর্যকর্ম সাধনে কোনো সিঁধেল চোর প্রবেশ করলে বাড়ির মালিকরা তাকে প্রতিহত করার জন্য মারধরসহ জখম করার অধিকার পেলেন এবং এতে তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হতে হবে না। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।