মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে এক নারী প্রায় একশ’ কিলোমিটার সড়ক পদযাত্রা শুরু করেছেন। কারণ, দীর্ঘদিন নিখোঁজ থাকা স্বামীকে খুঁজে পাওয়া অথবা তার সম্পর্কে তথ্য পাওয়ার জন্য এ পদযাত্রা। চীনের এই নারীর নাম লি ওয়েনজু। লি ওয়েনজু’র স্বামী ছিলেন একজন আইনজীবী এবং পুলিশী নির্যাতনের বেশ কিছু মামলা তিনি দেখছিলেন। বিবিসিকে তিনি বলেছেন যে, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় এক হাজার দিন অর্থাৎ তিন বছরের বেশি সময় আগে। এরপর থেকে তিনি আর তার কোন খোঁজই পাচ্ছেন না, এমনকি তার স্বামী জীবিত আছে কি-না তাও নিশ্চিত নন তিনি। এখন তিনি জানতে চান যে আসলে তার
স্বামীর ভাগ্যে কি ঘটেছে। আর সে কারণে তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং যেখান থেকে আটক হয়েছিলো
সেই তিয়ানজিন শহর অভিমুখে বেইজিং থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি। স্বামীর খবর পেতে এ যাত্রায় তার হাঁটার কথা রয়েছে অন্তত একশ’ কিলোমিটার বা ৬২ মাইল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।