Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নিখোঁজ স্বামীর সন্ধান পেতে স্ত্রী’র পদযাত্রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চীনে এক নারী প্রায় একশ’ কিলোমিটার সড়ক পদযাত্রা শুরু করেছেন। কারণ, দীর্ঘদিন নিখোঁজ থাকা স্বামীকে খুঁজে পাওয়া অথবা তার সম্পর্কে তথ্য পাওয়ার জন্য এ পদযাত্রা। চীনের এই নারীর নাম লি ওয়েনজু। লি ওয়েনজু’র স্বামী ছিলেন একজন আইনজীবী এবং পুলিশী নির্যাতনের বেশ কিছু মামলা তিনি দেখছিলেন। বিবিসিকে তিনি বলেছেন যে, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় এক হাজার দিন অর্থাৎ তিন বছরের বেশি সময় আগে। এরপর থেকে তিনি আর তার কোন খোঁজই পাচ্ছেন না, এমনকি তার স্বামী জীবিত আছে কি-না তাও নিশ্চিত নন তিনি। এখন তিনি জানতে চান যে আসলে তার
স্বামীর ভাগ্যে কি ঘটেছে। আর সে কারণে তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং যেখান থেকে আটক হয়েছিলো
সেই তিয়ানজিন শহর অভিমুখে বেইজিং থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি। স্বামীর খবর পেতে এ যাত্রায় তার হাঁটার কথা রয়েছে অন্তত একশ’ কিলোমিটার বা ৬২ মাইল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ