Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে বোমা হামলায় ৬ নিরাপত্তারক্ষী নিহত

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারদিনে কুর্দি জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় অন্তত ৬জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ তুর্কি সেনা সদস্য এবং অন্যজন পুলিশের বিশেষ বাহিনীর কর্মকর্তা। গত শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারদিন প্রদেশের নুসাইবিন শহরে অভিযান পরিচালনার সময় জঙ্গিরা হামলা চালায়। যেখানে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কারফিউ চলছে। প্রসঙ্গত, চলতি বছর দেশটির রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরে বিদেশিদের লক্ষ্য করে কুর্দি জঙ্গি গোষ্ঠীর দু’টি হামলায় ডজনখানেক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে সেনাবাহিনী ও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আসছে বলেও খবরে বলা হয়। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে বোমা হামলায় ৬ নিরাপত্তারক্ষী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ