Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৩ পেরিয়ে অবসকিওরের নতুন যাত্রা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশে ব্যান্ড সংগীতে জনপ্রিয় দল অবসকিওর। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে দলটি শ্রোতাদের অসংখ্য মন জয় করা গান উপহার দিয়েছে। এখনও দলটির গান মানুষের মুখে মুখে ফেরে। দলটি এ বছর ৩৩ বছর পূর্ণ করেছে। গত ১৫ মার্চ দলটির ৩৩ বছরের পথচলা পূর্ণ হয়ছে। এ সময়ে এসে দলটির লাইন আপেও পরিবর্তন হয়েছে। সময়ের স্রোতধারায় পুরনোদের জায়গায় নতুনরা এসেছে। এ নিয়ে দলটি নতুন যাত্রা শুরু করেছে। অবসকিওর-এর প্রধান ভোকাল সাইদ হাসান টিপু বলেন, আমরা ৩৩ বছর পূর্ণ করেছি। এই দীর্ঘ যাত্রায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। ৩০ বছর পূর্তি আমরা আয়োজন করে উদযাপন করেছিলাম। এবার তেমন আয়োজন করিনি। আগামী ৮ এপ্রিল চ্যানেল আইয়ে একটা লাইভ কনসার্টে অংশ নেবো। কিছুদিন আগে অবসকিওর ব্যান্ডে নতুন সদস্য যুক্ত হয়েছে। এবার নতুন সদস্যদের নিয়ে এই কনসার্টে গান করবে অবসকিওর। তিনি বলেন, আমাদের বর্তমান লাইনআপে আছেন টিপু (ভোকাল), শান্ত (গিটার), আবীর (গিটার, প্রিন্স (বেজ), রাব্বী (ড্রামস), বিনোদ (কি-বোর্ড), আজম (সাউন্ড)। এই সাতজনই এখন অবসকিওর ব্যান্ডের সদস্য। তিনি অবসকিওরের পথচলা সম্পর্কে বলেন, আমাদের পথ চলা সহজ হয়নি। নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে। গানের প্রতি আমাদের অদম্য ভালোবাসা কোনো বাধাকেই স্থায়ী হতে দেয়নি। অশেষ কৃতজ্ঞতা জানাই যারা এই পুরোটা সময় আমাদের সাথে ছিলেন এবং আছেন। সবার ভালোবাসা আমাদের ভালো কিছু করার উৎসাহ আর প্রেরণা যোগাবে। উল্লেখ্য, অবসকিওর-এর শুরুটা হয়েছিল ১৯৮৫ সালে খুলনায়। এরপর সারগাম স্টুডিও থেকে ১৯৮৬ সালে দলটির প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। অবসকিওর ভলিউম ১ নামের অ্যালবামটির আলোচিত ১২টি গানের মধ্যে অন্যতম হলো মাঝরাতে চাঁদ, ভন্ড বাবা, মমতায় চেয়ে থাকা ইত্যাদি। ১৯৮৮ সালে প্রকাশ হয় দ্বিতীয় অ্যালবাম, সেটিও ছিল সেলফ টাইটেলড। এই অ্যালবামে তুমি ছিলে কাল রাতে, আঁধার ঘেরা স্বপ্ন, সন্ধ্যা আকাশ গানগুলো আলোচিত হয়। ১৯৯০ সালে প্রকাশিত হয় স্বপ্নচারিণী। এ পর্যন্ত দলটির ১২টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অবসকিওর ব্যান্ডের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম স্টপ জেনোসাইড প্রকাশিত হয় গত বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবসকিওর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ