Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসকিওরের টিপুর নতুন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩৪ এএম

শ্রোতাপ্রিয় ব্যান্ড অবসকিওর-এর প্রতিষ্ঠাতা ও ভোকাল সাইদ হাসান টিপুর নতুন গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘চলো না যাই ফিরে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন মাহমুদ। সংগীতশিল্পী-গীতিকার সুচিতা নাহিদ সালামের কথায় গানের সুর করেছেন সাজ্জাদ কবির। মিক্স মাস্টারিং করেছেন মিশাল কবির। সঙ্গীত পরিচালনা করেছে অবসকিউর টিম। টিপু বলেন, রোজার সময় দেশের বাইরে ছিলাম। দেশে ফিরতেই গানটা রেডি হয়ে যায়। অনেক দিন গান করি না, তাই ভাবলাম গানটি প্রকাশ করি। টিপু বলেন, শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। উল্লেখ্য, গানটির ভিডিওতে অংশ নিয়েছেন সাঈদ হাসান টিপু ও শাওন মাহমুদ। মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে অবসকিউর বাংলাদেশ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবসকিওরের টিপুর নতুন গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ