Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসআইকে ছুরিকাঘাতকারী যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১১:২৬ এএম

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জের শাইখ সিরাজ আঞ্চলিক সড়কের পাশে একটি কাশবনে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, নিহত যুবক গৌরিপুরের এসআই আসাদকে ছুরিকাঘাতের ঘটনার প্রধান আসামি উজ্জ্বল।

অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী জানান, রাতে ডিবি পুলিশের একটি দল আসামি গ্রেফতারে অভিযান চালালে ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ এলাকায় উজ্জ্বলের উপস্থিতি টের পায়। এ সময় পুলিশ তাকে ধরতে গুলি চালায়। এ সময় উজ্জ্বল এবং তার সহযোগীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে যান। পরে তারা উজ্জ্বলকে মৃত অবস্থায় পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ