নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান আরেকটি শিরোপা জয় করলেন। বিটিআই ওপেনে প্লে-অফ লড়াই জিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গতকাল কুর্মিটোলা গলফ কোর্সে প্রথমবারের মতো আয়োজিত এ আসরের চতুর্থ ও শেষ রাউন্ডে স্বদেশি তরুণ গলফার সজিব আলী ও সিদ্দিকুরের স্কোর সমান হলে শিরোপা নির্ধারণের জন্য প্লে-অফের ব্যবস্থা করা হয়। প্লে-অফে তিনি জয় ছিনিয়ে নেন। বেশ কয়েক মাস ধরেই ফর্মে নেই সিদ্দিকুর। কিন্তু বিটিআই ওপেনে দারুণ ধারাবাহিকতায় ছিলেন তিনি। আসেরের তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে পারের চেয়ে ১৪ শট এগিয়ে থেকে শিরোপা লড়াইয়ে ছিলেন সিদ্দিকুর ও ভারতের সুজন সিং। আগের তিন রাউন্ডে যথাক্রমে ৬৬, ৭০ ও ৬৬ শটে খেলা সিদ্দিকুর চতুর্থ রাউন্ড শেষ করেন ৭১ শটে। অন্যদিকে প্রথম দুই রাউন্ডে ৬৬ ও ৬৮ শটে খেলে শিরোপা সম্ভাবনা জাগিয়েও তৃতীয় রাউন্ডে ৭৩ শট খেলে পিছিয়ে পড়েছিলেন উদীয়মান তারকা সজিব আলি। কিন্তু গতকাল শেষ রাউন্ডে ৬৬ শটে খেলে দারুণভাবে লড়াইয়ে ফেরেন কুর্মিটোলার এই তরুণ। সিদ্দিকুর ও সজিব উভয়েই সবমিলিয়ে পারের চেয়ে ১৫ শট কমে (২৭৩ শট) প্রতিযোগিতায় শেষ করায় চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য প্লে-অফে গড়ায় খেলা। প্লে-অফে প্রথম হোলেই বার্ডি করে ৩৫ লাখ রুপী প্রাইজমানির এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সিদ্দিকুর। শিরোপার সম্ভাবনা জাগানো ভারতীয় গলফার সুজন সিং শেষ রাউন্ডে পার অনুযায়ী (৭২ শট) খেলে তৃতীয় স্থান পান। সবমিলিয়ে ২৭৪ শটে প্রতিযোগিতা শেষ করেন তিনি। বিটিআই ওপেন জিতে সিদ্দিকুর বলেন, ‘দেশের দর্শকদের সামনে শিরোপা জিততে পেরে আমি খুবই আনন্দিত। আজকে খুব ভাল দিন ছিলনা আমার। কিন্তু আমি লক্ষ্য থেকে দূরে সরে যাইনি এবং শক্ত একটি রাউন্ড খেলেছি। সর্বোচ্চ পর্যায়ের গলফে আমার কয়েক বছরের অভিজ্ঞতা আমাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। এ জয় আসন্ন এশিয়ান ট্যুরের ইভেন্টগুলোতে আমাকে আত্মবিশ্বাস যোগাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।