মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ‘ভারত যদি সীমান্তে ভারী অস্ত্রের ব্যবহার ও যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে দুই প্রতিবেশীর মধ্যে তা বড় ধরনের যুদ্ধের পথ খুলে দিতে পারে’ বলে আভাস দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ। রাজধানী ইসলামাবাদে গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খাজা আসিফ বলেন, শান্তিপূর্ণভাবে কাশ্মীর সংকট সমাধানের জন্য ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ শরীফ) সমস্ত কূটনৈতিক উপায় কাজে লাগবে। তবে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে পাকিস্তানি সেনারা তা মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে সক্ষম। রবিবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ কাশ্মীরি নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন খাজা আসিফ। তিনি বলেন, গত দু’দিনে কাশ্মীরে নজিরবিহীন সহিংসতা হয়েছে। গত দু’বছরে কাশ্মীরে স্বাধীনতার দাবিতে ৫২০ জন নিহত ও নয় হাজারের বেশি আহত হয়েছে বলেও জানান তিনি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।