Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার টানা চার না ওয়েস্ট ইন্ডিজের প্রথম?

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগের তিনটি আসরের ফাইনালে উঠে তিনবারই শিরোপায় চুমু খেয়েছে অস্ট্রেলিয়া নারী দল। গতবার বাংলাদেশ থেকে যখন টি-২০ বিশ্বকাপের ট্র্রফিটা নিয়ে যান তখনও দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই ম্যাগ ল্যানিংয়ের কাঁধেই সওয়ার এবারের অজি নারী দলটি। যাদের সামনে থাকছে টানা চতুর্থবারের মতো শিরোপা ছোঁয়ার হাতছানি। কোলকাতার লর্ডস ইডেন গার্ডেন্সে এমন উপলক্ষ পেয়ে নিশ্চই হাতছাড়া করতে চাইবেন না ল্যানিং?
উ-হু! এত্তা সহজে কি এবার ধরা দেবে সোনালী ট্রফিটি? ভাবনার ডালপালা গুলো একটু মেলতেই হবে ল্যানিংদের। কেননা ফাইনালে তাদের প্রতিপক্ষটিও যে কম যায় না! পালে হাওয়া লাগিয়ে উড়তে থাকা দলটির নাম যে ওয়েস্ট ইন্ডিজ! যারা এবারই প্রথম ফাইনালে উঠলেও উঠেছে যোগ্যতা বলেই। ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রæপের রানার্স আপ হয়ে সেমিতে ওঠা দলটি তাই মুখিয়ে আছে অধরা স্বপ্ন ছুঁয়ে ইতিহাস নাম লেখাতে। একই পয়েন্ট নিয়ে টানা চতুর্থ শিরোপার স্বাদ নিতে মুখিয়ে থাকা ল্যানিং- এর দলকে পরীক্ষা নিয়ে তবেই প্রথম শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পরতে চায় স্টেফানি টেইলরের দল।
সেমিফাইনালেও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে। সেখানে অসিদের প্রতিপক্ষ ছিলো ‘বি’ গ্রæপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অভিজ্ঞতা ও শক্তির বিচারে ইংলিশদের চেয়ে বেশ এগিয়ে ছিলো অজিরা। কিন্ত ব্যাট হাতে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি অসিরা। তবে বোলারদের কল্যানে শেষ পর্যন্ত ৫ রানে ম্যাচ জিতে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মতই সেমিফাইনালে সেরা পারফরমেন্স প্রদর্শনে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজও। তাদের জয়ের স্বাদটাও ছিলো ছোট ব্যবধানে। মাত্র ৬ রানে ‘এ’ গ্রæপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারায় ক্যারিবীয়রা। তবে এমন জয়ে তৃপ্ত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফেনি টেইলর। কারন জয় পাওয়াতে আত্মবিশ্বাসটা টগবগে আছে দলের বলে জানালেন তিনি, ‘কিভাবে বা কত রানে জয় এসেছে এখন এটা মুখ্য নয়। আমরা জয় নিয়ে ফাইনালে উঠেছি, এটাই বড় কথা। এখন আমাদের সামনে অনেক বড় দায়িত্ব। প্রথমবারের মত টি-২০ ক্রিকেটে সেরা হবার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের শিরোপা জিততে হবে। সতীর্থরাও শিরোপা হাতে তুলে নিতে মুখিয়ে আছে। অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী ও ব্যালেন্সড দল। তাদের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে হবে। নয়তো সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাবে। তবে আশা করি, সাফল্য নিয়েই আমরা এবারের বিশ্বকাপ শেষ করবো।’ নারীদের মত পুরুষদের ফাইনালেও উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই কথা মনে করিয়ে দিয়ে টেইলর বলেন, ‘আমরা ও স্যামিরা ফাইনালে উঠেছি। আশা করবো দিনটি শুধুই ওয়েস্ট ইন্ডিজের হবে।’ এমনটা ভাববার কারণও আছে বৈকি। এইতো গেল মাসে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাটিও যে উড়িয়ে নিয়ে গেছে ক্যারিবীয়ান যুবারা। এবার তারা যদি টি-২০’র শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে পারে তবে বছরটিই যে উইন্ডিজদে হবে!
শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিংও। এবারও শিরোপা জিততে পারলে টি-২০ ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব নিজেদের কব্জাতেই রাখবে অসিরা। তাই শিরোপা নিজেদের কাছে রেখে দিতে সব কিছু করার জন্য প্রস্তুত তার দল বলে জানালেন ল্যানিং, ‘প্রথমটি বাদে পরের তিন আসরেই শিরোপা জিতেছি আমরা। দল হিসেবে আমরা টি-২০ ক্রিকেটে কতটা শক্তিশালী ও পরিপক্ব তা বলার অপেক্ষা রাখে না। এবারও ফাইনালে উঠেছি। এবারও আমাদের শ্রেষ্ঠত্ব প্রমান করতে চাই। শিরোপা জয়ের জন্য মাঠে সবকিছু করতে তৈরি আমরা। ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। ভালো দল বলেই ফাইনালে উঠেছে তারা। তাদের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এবং সবকিছু ঠিক থাকলে শিরোপা আমাদেরই থাকবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়ার টানা চার না ওয়েস্ট ইন্ডিজের প্রথম?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ